নারী এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ছিল ৭ ওভারে ৪১ রান। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৪ রান, হাতে ছিল ৮ উইকেট। তবে ষষ্ঠ ওভারে ৪ উইকেট হারায় বাংলাদেশ, ম্যাচটিও হেরে যায় ৩ রান।
বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে ইনোকা রানাভিরার করার প্রথম বলে আউট হন রুমানা আহমেদ (৮), তৃতীয় বলে আউট হন নিগার সুলতানা জ্যোতি (১২), পঞ্চম বলে শিকার হন সোবহানা মোস্তারি (১)। আর শেষ বলে রানআউট হন ফাহিমা খাতুন (১)। এই ওভারে আসে মাত্র তিন রান, পড়ে ৪টি উইকেট।
শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। সেই রান নিতে পারেননি সালমা খাতুন-রিতুমনিরা, ৩ রানে হার নিয়ে মাঠ ছাড়ে মেয়েরা। অধিনায়ক জ্যোতি (১২) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তাদের ইনিংসের ১৯ দশমিক ১ ওভার খেলার পর নামে বৃষ্টি। তখন শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৮৩। ইনিংসের ১১ বল বাকি থাকতে বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর ইনিংস শুরু করতে পারেনি শ্রীলঙ্কা। বৃষ্টি থামার পর ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য নির্ধারিত হয় ৪১।
0 Comments